যৌথবাহিনী পরিচালিত অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় আরও ৫৮৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অন্যান্য মামলায় ওয়ারেন্ট ভুক্ত ১হাজার ৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটিকরে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি, ম্যাগাজিন, লোহার দা, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, ৩টি কার্তুজ এবং ৬টি চাকু/ছোরা/সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।