সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ দগ্ধ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সোমবার সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। জিসান বয়স ২০, আমেনা বেগম বয়স ৬০, শিল্পী বেগম বয়স ৩৫, সজীব বয়স ৭, সুজাতা মোল্লা বয়স ২৬ ও হালিমা খাতুন বয়স ৪২।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, হেমায়েতপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে আনা হয়। তাদের মধ্যে জিসানের শরীরের ১৫ শতাংশ, আমেনার শরীরের ৬০ শতাংশ, শিল্পীর শরীরের ১৬ শতাংশ, সজীবের শরীরের ১৭ শতাংশ, সুজাত মোল্লার শরীরের ৪০ শতাংশ ও হালিমা খাতুনের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে রোববার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।