রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর স্থানীয় সদস্যরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মনোটনা রেস্তোরাসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে।