নোয়াখালীর কবিরহাটে রাতের আাঁধারে খামারিকে আটকে রেখে গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা ৮টি গরু দগ্ধ হয়, ১টি বাছুর আগুনে পুড়ে মারা যায়। এছাড়া ২টি গরুকে জবাই করে হত্যা করা হয়। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
খামারি শাহজাহান জানান, আগুনের ঘটনায় তার অন্তত ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি রাতে গরুর দুধ ধুয়ে শুয়ে যান। হঠাৎ রাতে গরুর চিৎকার শুনে বের হওয়ার চেষ্টা করে দেখেন ঘরের দরজা বাহির থেকে বন্ধ। তার অন্য ভাইদের ঘরগুলোও বাহির থেকে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। পুরো বাড়ি পেট্রোলের গন্ধ হয়ে যায়। তারা দুটি গরুকে জবাই করে হত্যা করে, আগুনে একটি বাছুর মারা যায়। এছাড়া ৮টি গরু দগ্ধ হয়।