শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

সিরিয়ায় উত্তেজনা ছড়াচ্ছে দুই দিনে এক হাজারের বেশি মানুষ নিহত

প্রতিনিধির / ১৭ বার
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আসাদের অনুগতদের মধ্যে সংঘর্ষের দেশটিতে উত্তেজনা ছড়াচ্ছে। দুদিনের সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। একটি যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠীর বরাতে সংস্থাটি বলেছে ১৪ বছর আগে সিরিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে সহিংসতার সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে সাম্প্রতিক ঘটনা অন্যতম।

আসাদের সংখ্যালঘু আলাউইট সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সরকারের অনুগত সুন্নি মুসলিম বন্দুকধারীদের দ্বারা শুক্রবার শুরু হওয়া প্রতিশোধমূলক হত্যাকাণ্ডটি হায়াত তাহরির আল-শামের জন্য একটি বড় ধাক্কা। দলটি সাবেক সরকারকে উৎখাত করেছিল। তবে আলাউইটরা কয়েক দশক ধরে আসাদের সমর্থন ঘাঁটির একটি বড় অংশ তৈরি করেছে।

আলাউইট গ্রাম এবং শহরের বাসিন্দারা অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে এমন হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেছেন, যেখানে বন্দুকধারীরা আলাউইটদের হত্যা করেছ। এদের বেশিরভাগই পুরুষকে রাস্তায় বা নিজ বাড়ির গেটে গুলি করা হয়েছিল। সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দুজন বাসিন্দা তাদের গোপন আস্তানা থেকে এপিকে জানিয়েছেন, আলাউইটদের অনেক বাড়ি লুটপাট করে বিভিন্ন এলাকায় আগুন দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ