রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাফিক পুলিশ কর্তৃক বাসের বিরুদ্ধে মামলা দেয়ার প্রতিবাদে মহাখালীতে সড়ক পথ করেছে ৩০০ পরিবহন শ্রমিক। বুধবার বিকেল তিনটার দিকে সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী উত্তরা গুলশান সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়ে নগরবাসীরা।
পরে বিকেল পৌনে পাঁচটার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। তবে বিকেল সাড়ে পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় ধীরগতিতে চলাচল করছে যানবাহন। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত হওয়া ব্যক্তিরা। বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে এসে বসে পড়েন তারা। ওই সময় উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে নানা স্লোগান দেন তারা।