ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অভিযোগে রাজশাহীতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছের্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।মঙ্গলবার দিবাগত রাতের রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাজশাহী র্যাব অধিনায়কের কার্যালয়ে থেকে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে চন্দ্রিমা থানার আসাম কলোনির মো. শান্ত ইসলাম (২২), বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মো. জিসান হোসেন (২৩), মতিহার থানার কাজলা এলাকার মো. মাইন হোসেন ওরফে আলিফ (১৯), চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মো. শাকিল খান (২৩), বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মো. নাইম ইসলাম (২৫), একই এলাকার মো. শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকার মো. আকাশ হোসেন (২৩), চারঘাট থানার চকমোক্তারপুর গ্রামের মো. সোহাগ আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং দলের অন্যতম সক্রিয় সদস্য কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকার মো. জীবন ইসলামকে (১৬) গ্রেপ্তার করেছে র্যাব।