নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। বৃহস্পতিবার হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নৌবাহিনী নিয়োগ কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন, কামরুল ইসলাম, লায়লা বেগম, কামরুল ইসলাম, আকলিমা বেগম, নাফিসা বেগম। বাকি আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক লায়লা বেগমকে জেলা সদরে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, তমরুদ্দি লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন গোলাম মাওলা কাজল। ৫ আগষ্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীর ঘাটটি নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সাথে বিএনপি নেতা আলমগীর বিষয়টি নিয়ে সমঝোতা করে নেয়। তবে তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন।