নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে গণধর্ষণ ামলার প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেফতার হলেন নাজমুল ইসলাম ও রনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ আদমজী র্যাব ১১ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় মো. মনিরুল ইসলামের বাড়িতে স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী গ্রেপ্তারকৃত আসামি নাজমুলের বাড়িতে ভাড়া থেকে পড়াশুনার পাশাপাশি চাকরি করতো। সে ওই বাড়িতে থাকা অবস্থায় গ্রেপ্তারকৃত আসামি নাজমুল বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে তার স্বামী কাজী সাজ্জাদুল ইসলাম দেখা করতে যাওয়ার পথে গ্রেপ্তারকৃত দুই আসামিসহ আরও ২/৩ জন মিলে ওই নারীর স্বামীকে ধরে টানাহেঁচড়া করে অজ্ঞাতস্থানে নিয়ে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল সেট ও নগদ এক হাজার টাকা নিয়ে যায়।