সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী কে সেলুন থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করেন। শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ জানান গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামনগরে বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিক দাসের সেলুন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাঈদ মেহেদী (৪৯) মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে। তবে, কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ওসি স্পষ্ট কিছু জানাননি। তিনি বলেন, সাঈদ মেহেদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।