মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় বসতঘরের টিনের চালের উপর থেকে কবুতরের বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল দেওয়ার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার বয়স মাত্র ১১ বছর। সোমবার বিকেলে উপজেলার বয়রাগাদী ইউনিয়নে বুইড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বসত ঘরে টিনের চালের উপর থেকে কবুতরের বাচ্চা নামাতে গেলে বিদ্যুতের টানা তারের সঙ্গে উৎকৃষ্ট হয়ে যায়। এ সময় আহত ফয়সালের চিৎকারে তার বাড়ির লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভুইরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নিহত ফয়সাল আমার স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার এরকম মর্মান্তিক মৃত্যুতে খুবই খারাপ লাগছে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে ওই স্কুল ছাত্রের মরদহ দাফন করা হয়েছে।