শিরোনাম:
১২ কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে রবিবার ২৫ ক্যাডারের কর্মবিরতি রমজান মাসে মেট্রোরেলে ২৫০ মিলি পানি পরিবহন করার অনুমতি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ রমজান মাসে চাঁদ দেখা গেছে আগামী কাল থেকে শুরু পবিত্র মাহে রমজান শরীয়তপুরে ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই জায়গায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি টাঙ্গাইলে বাড়ির সিঁধ কেটে চুরি অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম পণ্যের দাম অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধ করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির / ৭ বার
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন। জানা যায়, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। সংবাদকর্মীর এমন অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় দলীয় বিবেচনায় কাজ না করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সঠিক তথ্য পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। যাদের মধ্যে অনেকে অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে, ততই আমাদের দেশের জন্য মঙ্গল। সরকার তাদের দ্রুত ফেরত পাঠানোর চেষ্টা করছে।

সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ