রাজধানী ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি সংক্রান্ত কাজ দিনের পরিবর্তে রাতে সঠিকভাবে দ্রুত সম্পাদন প্রসঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানকে একগুচ্ছ অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তি আজ বুধবার গণমাধ্যমে পাঠানো হয়েছে।
কিছু কিছু সংস্থা/ঠিকাদারী প্রতিষ্ঠান দিনের বেলা বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করে থাকে, যা পুনরায় মেরামত করতে অনেক সময় ৭ থেকে ৮ মাস লেগে যায়। প্রায় সকল ক্ষেত্রে যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি না করেই রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়।সকল খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি জায়গা কর্তন করা হয়। রাস্তা খোঁড়াখুঁড়ির সময় ট্রাফিক সিগন্যালের জন্য দিকনির্দেশনা সম্বলিত সাইনবোর্ড লাগানোর বিধান থাকলেও তা করা হয় না। এক লেনে খোঁড়াখুঁড়ি করে মাটি/আবর্জনা অন্য লেনে ফেলে রাখার ফলে দুই লেনের যান চলাচল ব্যাহত হয়।
যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ঠিকাদারদের সহযোগিতা চেয়েছে ডিএমপি। কোনো প্রতিষ্ঠান যদি রাস্তা কাটাকাটি/খোঁড়াখুঁড়ির এসব শর্ত ভঙ্গ করে ঢাকা মহানগরী এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।