চারজন অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার এক বিবৃতিতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক এ তথ্য জানায়। তিনি বলেন বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুর এর চারটি সহ সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ২২ থেকে ৩৮ বছর বয়সী ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
মহাপরিচালক বলেন অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করত। যারা মেয়েদের বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।
বিশেষ পাসটি এই অবৈধ এজেন্টদের দ্বারা পরিচালিত হতো, যাতে প্রদত্ত পরিষেবাগুলি ব্যবহার করে এমন বিদেশিরা এই দেশে বসবাস ও থাকার সুযোগ পায়। প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত ফি নেয়া হত। গ্রেফতারকৃতরা এক বছর ধরে এ কার্যকলাপ চালিয়ে আসছিল। এছাড়া, এই অবৈধ এজেন্টরা ই-পাস অবৈধভাবে পরিবর্তন করার জন্য পরিষেবাও প্রদান করে বলেও জানানো হয় বিবৃতিতে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজনের নির্মাণ খাতে পিএলকেএস ছিল এবং অন্য দুজন ওভারটাইম করছিল।