ঘুষের পরিমাণ সহনীয় রাখার সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। তাদের দাবি হয়রানি থেকে রক্ষা পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
গত ৬ মার্চ দুপুর ২টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আলহাজ্ব অ্যাড. সুলতান হোসেন মিয়া সভাকক্ষে আইনজীবীদের সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এজেন্ডা ভিত্তিক আলোচনায় সব সদস্যের অংশগ্রহণে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
কোন কাজের জন্য পিয়ন কে কত টাকা দিতে হবে সিদ্ধান্ত পত্রে তা উল্লেখ করা হয়। এতে বলা হয় সিআর ফাইলিং ১০০ টাকা, যেকোনো দরখাস্তে জিয়ার করতে ১০০ টাকা।
জামিননামা দাখিলে মামলা প্রতি ১০০ থেকে ২০০ টাকা, গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে ১০০ টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ ২০০ টাকা ও হলফনামায় ১০০ টাকা দিতে হবে।
এদিকে, সাধারণ মানুষ এটির মাধ্যমে ঘুষকে অফিসিয়ালি বৈধতা দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। যেখানে আদালতে ঘুষ দেয়া বা নেওয়ার কোনো নিয়ম নেই। এ নিয়ে বিভিন্নজন ফেসবুকে মন্তব্য করে পোস্ট করেছেন।