কুমিল্লার হোমনাতে বিল্লাল হোসেন নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। রবিবার সকালে উপজেলার বড় ঘাড়মোরা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।হোমনা থানার ওসি জানান শনিবার রাতে বড় ঘাড়মোড়া গ্রামে বিলাল হোসেন নামের এক যুবককে জবাই করে সড়কের পশে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, কি কারণে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।