লালমনিরহাটে আদিতমারীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃত ধর্ষক শাহীন ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলরেখা গ্রামের শওকত আলী ছেলে। সে পেশায় একজন ফেরিওয়ালা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
বাড়িতে একা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীকে ফেরি করে আনা নানা জিনিসপত্র দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে শাহীন। পরে পালানোর সময় ওই নারীর ছোট ভাই দেখে ফেলে ফেরিওয়ালা শাহিনকে ধরে চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে আটক করে। পরে তারা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে শাহিনকে আটক করে হেফাজতে নেয়।