প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়ে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে তুরস্ক ও তুর্কমেনিস্তান। এ সম্পর্ক ইউরোপের পরিবর্তনশীল জ্বালানি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া প্রথমবারের মতো ইউরোপীয় বাজারে প্রবেশের সুযোগ পাবে তুর্কমেনিস্তানের বিশাল মজুতকৃত গ্যাস। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
নতুন এই চুক্তির ফলে ইরানের ভেতর দিয়ে তুর্কমেনিস্তানের গ্যাস সরবরাহ করবে তুরস্ক। আঞ্চলিক জ্বালানি কেন্দ্র হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করবে দেশটি। পাশাপাশি ক্যাস্পিয়ান অঞ্চল এবং ইউরোপীয় বাজারের মধ্যে গ্যাস সরবরাহের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
ইউরোপ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস মজুতকারী দেশ তুর্কমেনিস্তানের গ্যাস সহজ পথে পাবার জন্য প্রচেষ্টা চালিয়েছে। এ জন্য বেশ কিছু উদ্যোগ নিলেও কয়েক দশক ধরে পশ্চিমে রাশিয়ার মাধ্যমে গ্যাস আমদানি করতে হতো। তবে নতুন চুক্তিটি এই গতিশীলতাকে বদলে দিয়েছে। প্রথমবারের মতো তুর্কমেনিস্তানের গ্যাস সীমিত পরিমাণে হলেও ইউরোপে প্রবাহিত হতে চলেছে।