খুলনায় একাধিক মামলার আসামি আলোচিত শাহীন দূরবৃত্তের গুলিতে নিহত হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর বাগমারা উলুম মাদ্রাসার পেছনে হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহিনুর রহমান দৌলতপুরের কার্তিক কুল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শাহীনের মরদেহ শনাক্ত করা হয়। একদল দুর্বৃত্ত শাহীনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশসহ ক্রাইম সিনের সদস্যরা। হুজি শহীদ হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহীন। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড।