অমর একুশে বইমেলা চলছে। মেলার তৃতীয় দিনে এসেছে ৩২টি নতুন বই। এ নিয়ে তিন দিনে মোট নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এর প্রভাব পড়ে মেলায়। প্রথম দুই দিনের তুলনায় পাঠক সমাগম বাড়তে দেখা যায়। বিকেলে অনেকেই বইমেলায় আসেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘হায়দার আকবর খান রনো: আজীবন বিপ্লব-প্রয়াসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাব হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল্লাহ আল ক্বাফী রতন, জলি তালুকদার এবং অনন্যা লাবণী পুতুল।
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি চঞ্চল আশরাফ এবং শিশুসাহিত্যিক আতিক হেলাল।
এদিকে, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অমর একুশে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘কুমুদিনী হাজং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন পাভেল পার্থ। আলোচনায় অংশগ্রহণ করবেন মতিলাল হাজং এবং পরাগ রিছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবু সাঈদ খান।