রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ

প্রতিনিধির / ৯৮ বার
আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এ পর্যন্ত ৮টি সমাবেশ সম্পন্ন হয়েছে। নবম সমাবেশটি আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীত।

গণসমাবেশকে কেন্দ্র করে গত বুধবার থেকেই বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে আসতে শুরু করেন। গতকাল রাতে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

আজ  বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠানিকতা। রাজশাহী বিভাগীয় গণসমাবেশে রাজশাহী মহানগর বিএনপিার আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এছাড়ও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকার কথা রয়েছে।

শনিবার সকাল থেকেই রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মোহম্মদ মোহসিন স্কুলে মাঠে (মাদ্রাসা মাঠে) আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ভোর ৬টা থেকেই মাঠে আসতে শুরু করেছেন তারা। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হচ্ছেন তারা। এর আগের তিনদিন ধরে তারা পাশের ঈদগাহা মাঠে আবস্থান করছিলেন। আজ সকালে সমাবেশ স্থল উন্মুক্ত করা হলে তারা এখানে আসতে শুরু করেন। সকাল ৯ টার দিকে পুরো মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় ভরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ