রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

গণ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াড

প্রতিনিধির / ৩৬১ বার
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
গণ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াড
গণ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াড

আন্তর্জাতিক সংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল কর্তৃক আয়োজিত প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াড সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হয়েছে। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৬টি দল অংশ নেয়।
শনিবার (১ অক্টোবর) দুপুরে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ডে ১০টি দলে গবির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনলাইনে লিখিত পরীক্ষার পাশাপাশি বিভিন্ন শারীরিক ও মনস্তাত্ত্বিক খেলায় অংশগ্রহণ করে দলগুলো।

অংশগ্রহণ করা দলগুলোর মধ্য থেকে ৬৭.৫ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে গণ ডিটক্স। বিজয়ী দলের সদস্য ও সপ্তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাওশীদ তুশী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারব ভেবেই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমরা দলগতভাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এফএও এর ন্যাশনাল প্রোগ্রাম এসোসিয়েট আব্দুন নাকিব জিমি বলেন, ‘ভেটেরিনারি শিক্ষাকে বাংলাদেশে প্রসারিত করা এবং গুরুত্ব বোঝাতে এই ভেটেরিনারি অলিম্পিয়াডের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এনিম্যাল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুর রহমান বলেন, ‘ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল, যারা ভেটেরিনারির এরকম সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়ে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য এরকম আয়োজন আমাদের জন্য নতুন এক মাইলফলক।’

এ সময় ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অরগানাইজিং কমিটির সদস্যবৃন্দ এবং এফএও এর প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, মূল পর্বে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একটি করে দল অংশ নিবে যা কক্সবাজারের ইনানিতে অবস্থিত তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ