নীরবতা ভেঙে মুখ খুললেন শ্রীদেবী কন্যা। প্রেমের কথা স্বীকার না করলেও, তিনি বলেছেন, অরহানকে খুব বিশ্বাস করেন। তাদের মধ্যকার পরিচয়ও দীর্ঘদিনের। এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, অরিকে (অরহান) অনেক বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু অনেক মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসাবে সব সময় ওর পাশে থেকেছি। অরিও আমাকে উৎসাহ দিয়েছে। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো নিরাপদ অনুভব করি। খুব বিশ্বাস করি ওকে। অরির মতো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সবসময় বন্ধুদের পাশে থাকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিলি’। তবে ছবিটি বক্স অফিসে সুবিধা করতে পারছে না। প্রায় ২৫ কোটি রুপি বাজেটে এটি নির্মিত হলেও। বাজেটের ধারেকাছেও যেতে পারবে না বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে এসব নিয়ে নয় শ্রীদেবী কন্যার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছে। যদিও এমন গুঞ্জন প্রায়শই শোনা যায়।
কেননা, বিভিন্ন পার্টিতে তাকে এক বিশেষ যুবকের কাছাকাছি দেখা যায়। তার নাম অরহান অত্রামনি। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালি নানান ইস্যুতে প্রেমের চর্চা আসে। এ বিষয় নিয়ে জাহ্নবী নীরব থাকায় গুঞ্জনের মাত্রা আরও বেড়েছে।