শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬০ শতাংশ

প্রতিনিধির / ৭৫ বার
আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬০ শতাংশ
ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬০ শতাংশ

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২৫৬ দশমিক ৮৩ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৭২ দশমিক ৯৬ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে দুই হাজার ২০৮ দশমিক ৪৮ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।

এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত ছিল ২৯৭ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৮টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৯১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৫৫৯ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৩০৭ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫৯ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ৫৯ দশমিক ৭২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৫৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহের বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহেও পাঁচ কার্যদিবস লেনদেন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ