শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

বিশ্বমন্দার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির / ৭৪ বার
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
বিশ্বমন্দার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী
বিশ্বমন্দার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

করোনা থেকে বাঁচাতে টিকাদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে সরকার জনগণের পাশে ছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষকে বিনামূল্যে করোনার টিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ডোজ দেয়া হয়েছে এবং এখন চতুর্থ ডোজ দেয়া হচ্ছে।

বিশ্বমন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এসব বিষয় নিশ্চিত করেছে বিশ্বব্যাংক ও আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মহামারির মধ্যেও মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে নিজের মৃত্যুর পরও আরও মানুষকে বাঁচিয়ে রাখার উদ্যোগটি অসাধারণ। মরণোত্তর অঙ্গদান করে চারজন মানুষকে সুস্থ করে তুলেছেন সারাহ ইসলাম। তার মা আজ উপস্থিত আছেন। আমি সারাহ ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলবো, তিনি যে অসাধারণ কাজ করে গেছেন তা আমাদের সামনে এক অনন্য উদাহরণ।’

ড. হাছান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ও হাসপাতালের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে। এছাড়া ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এই অসাধারণ কাজটি উপমহাদেশে অন্য কোনো দেশে নেই, এগুলো আমাদের সরকার করেছে।’আগামী ১৮ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মসূচি আসলে পদযাত্রা নয়, বিএনপি পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কয়েকদিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।’

‘আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক পাহারা এবং প্রশাসনের সতর্ক দৃষ্টির কারণে তারা সফল হয়নি। এরপরও বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা গেছে। এখন আবার ১৮ তারিখ কর্মসূচি দিয়েছে। বিএনপিকে অনুরোধ জানাবো, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা না চালিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন,’ যোগ করেন মন্ত্রী।বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহম্মদ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে মরণোত্তর অঙ্গদানকারী সারাহ ইসলামের মা শবনম সুলতানা এবং মানব অঙ্গ প্রতিস্থাপন সার্জনরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ