শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

সাঙ্গু নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ ১

প্রতিনিধির / ৯৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
সাঙ্গু নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ ১
সাঙ্গু নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ ১

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ঝড়ের কবলে পড়ে বালুবাহী নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। উপজেলার আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে বুধবার (২৯ মার্চ) বিকেলের পর এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুল হামিদ (১৮) উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।নিখোঁজের বড় ভাই মো. ইসমাইল বলেন, বুধবার হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সঙ্গে বালু তুলতে নদীতে চলে যান। বিকেল ৩ টার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে নিখোঁজের সন্ধানে কাজ করে চলছে।রাত ১০টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খোঁজ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ