নরসিংদীর রায়পুরায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল ৯টায় উপজেলার মরজালে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো মরজাল বাসস্ট্যান্ড এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে শান্তা আক্তার (২৫) ও নাতি নিশি (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিশি স্থানীয় হলি ফ্লাওয়ার স্কুলের শিশু শ্রেণি ছাত্রী। সকাল ৯টার দিকে মেয়েকে নিয়ে মা শান্তা ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু নিশির মৃত্যু হয়। গুরুতর আহত শান্তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এদিকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত মা ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বাসটি জব্দ করে, তবে চালক পালিয়ে গেছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, বাসচাপায় মা ও মেয়ের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।