রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

হজযাত্রীরা ১২০০ ডলার বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন

প্রতিনিধির / ৮৮ বার
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
হজযাত্রীরা ১২০০ ডলার বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন
হজযাত্রীরা ১২০০ ডলার বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন

প্রত্যেক হজযাত্রী হজের সার্বিক খরচ ছাড়া এক হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। আগের বছরও সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ ছিল। এ নিয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড় করার ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।সার্কুলারে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের সব ব্যয় বাবদ সর্বনিম্ন চার লাখ ৪৩ টাকা ৫২৯ টাকার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সি আইবিএএনের মাধ্যমে সৌদি পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ