শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র, বাংলাদেশ থাকবে কোথায়

প্রতিনিধির / ১৭৪ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র, বাংলাদেশ থাকবে কোথায়
২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র, বাংলাদেশ থাকবে কোথায়

সম্প্রতি জাতিসংঘ একটি প্রাক্কলন করেছে, যাতে দেখানো হয়েছে ২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র। সেখানে বাংলাদেশের অবস্থানই বা কেমন হবে তাও তুলে ধর হয়েছে। বিষয়টি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।

বিগত ১২ মাসে জনসংখ্যার বিচারে বিশ্ব দুটি মাইলফলক ছুঁয়েছে। প্রথমটি, ২০২২ সালের নভেম্বরে। সে সময় বিশ্বের জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ৮০০ কোটিতে পৌঁছে। পরেরটা চলতি বছরের এপ্রিলে। সে মাসে ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের জনবহুল দেশে পরিণত হয়।জাতিসংঘের প্রাক্কলন অনুসারে, ২০৫০ সালের মধ্যে ভারত, চীন এবং নাইজেরিয়া হবে বিশ্বের শীর্ষ তিন জনবহুল দেশ। বর্তমানে ১৪৩ কোটি এবং ১৪২ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত এবং চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ। আগামী ২৭ বছরে দেশটি জনসংখ্যা পৌঁছবে ৩৭ কোটি ৭০ লাখে এবং দেশটি তৃতীয় অবস্থানে উঠে আসবে। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দখলে।

এছাড়া, ২০৫০ সালে যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে আসবে চতুর্থতে। সে সময় দেশটির মোট জনসংখ্যা হবে সাড়ে ৩৭ কোটির বেশি। ৩৬ কোটি ৭০ লাখের বেশি জনসংখ্যা নিয়ে পঞ্চম অবস্থানে থাকবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ষষ্ঠ অবস্থানে থাকবে এশিয়ারই আরেক দেশ ইন্দোনেশিয়া। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ৩১ কোটি ৭০ লাখ।
তালিকার সপ্তম দেশ হবে ব্রাজিল। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ২৩ কোটি। ২১ কোটি ৭০ লাখ জনসংখ্যা নিয়ে অষ্টম অবস্থানে থাকবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। তালিকায় নবম অবস্থানে থাকবে ইথিওপিয়া। দেশটির জনসংখ্যা হবে ২১ কোটি ৪০ লাখ।

২০৫০ সালে জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০ এর শেষ দেশ তথা দশম দেশটি হলো বাংলাদেশ। ২৭ বছর পর বাংলাদেশের মোট জনসংখ্যা পেরিয়ে যাবে ২০ কোটির ঘর। জাতিসংঘের প্রাক্কলন অনুসারে সে বছর বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৩০ লাখ।মজার ব্যাপার হলো, ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ১ হাজার কোটির কাছাকাছি পৌঁছাবে। সেবছর বিশ্বের মোট জনসংখ্যা ৯৭০ কোটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ