রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

নাটকীয়তা ছড়ালেও শেষ হাসি বাংলাদেশের

প্রতিনিধির / ১৪২ বার
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
নাটকীয়তা ছড়ালেও শেষ হাসি বাংলাদেশের
নাটকীয়তা ছড়ালেও শেষ হাসি বাংলাদেশের

চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটি জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেল বাংলাদেশ। অবশ্য সামনে কঠিন দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। তাদের বধ করতে পারলেই খুলে যাবে বিশ্বকাপের সেমিফাইনালের দরজা।

নাটকীয়তা ছড়ালেও শেষ হাসি বাংলাদেশের। হোবার্টের পর ব্রিসবেনে লেখা হলো আরেকটি জয়ের গল্প। ৩ রানের জয়ে বেঁচে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন।রবিবার (৩০ অক্টোবর) গ্যাবার সবুজ গালিচায় টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। তারপর ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিতে বাংলাদেশ তুলে ২০ ওভারে ১৫০ রান।

জবাব দিতে নেমে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ১৪৬ রানে। শেষ ওভারে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিব বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না তিনি। রোমাঞ্চ সঙ্গী করে মাঠ ছাড়ল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৫০/৬ (শান্ত ৭১, সৌম্য ০, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯*, মোসাদ্দেক ৭, সোহান ১, ইয়াসির ১; এনগারাভা ৪-০-২৪-১, মুজারাবানি ২-০-১৩-২, চাটারা ৩-০-১৮-০, রাজা ৪-০-৩৫-১, ইভান্স ৩-০-৩২-০, মাধেভেরে ২-০-১৮-০, উইলিয়ামস ২-০-১০-১)

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৪৭/৮ (মাধেভেরে ৪, আরভিন ৮, শুম্বা ৮, উইলিয়ামস ৬৪, রাজা ০, চাকাভা ১৫, বার্ল ২৭*, ইভান্স ২, এনগারাভা ৬, মুজারাবানি ০*; তাসকিন ৪-১-১৯-৩, হাসান ৪-০-৩৬-০, মোসাদ্দেক ৪-০-৩৪-২, মুস্তাফিজ ৪-০-১৫-২, সাকিব ৪-০-৩৪-০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ