শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্ট ড্র

প্রতিনিধির / ৮৪ বার
আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্ট ড্র
অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্ট ড্র

অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্ট ড্র হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলোঅনে পড়েও হার এড়াতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় অজিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছুটা চাপে পড়ে গেল। এতে বেশ সুবিধা হয়ে গেল ভারতের জন্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১৫ টেস্ট খেলে তাদের পয়েন্টের শতাংশ ৭৫.৫৬। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্টের শতাংশ ৫৮.৯৩। তারা ১৪টি টেস্ট খেলেছে। তিন নম্বরে আছে শ্রীলঙ্কা। ১০টি টেস্ট খেলে তাদের পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুটি টেস্টে হারায় চার নম্বরে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ৪৮.৭২। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অজিদের তাকিয়ে থাকতে হবে ভারত সিরিজের দিকে।

ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া যাবে ভারত সফরে। সেখানে ৪ টেস্টের সিরিজ খেলবে দুই দল। ওই সিরিজেই নিশ্চিত হয়ে যাবে কোন দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। দেশের মাটিতে ভারতের রেকর্ড যথেষ্ট ভালো। তাই লড়াই সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। এছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দেশের মাটিতে সেই সিরিজ জিতলে তারা ওপরে উঠে যাবে। তাই শীর্ষে থাকলেও চাপে আছেন কামিন্সরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ