শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

বিসিবির শাস্তির মুখে শান্ত

প্রতিনিধির / ৮০ বার
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
বিসিবির শাস্তির মুখে শান্ত
বিসিবির শাস্তির মুখে শান্ত

চলতি বিপিএলে ব্যাট হাতে বেশ ধারাবাহিক জাতীয় দলের সমালোচিত ওপেনার নাজমুল হোসেন শান্ত। নিয়মিত রান পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার, দলের জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও শান্ত।

শনিবার (২৮ জানুয়ারি) রাতেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও ম্যাচ জেতানো ৬০ রানের ইনিংস খেলেছেন স্ট্রাইকার্স ওপেনার শান্ত। পেয়েছেন টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরষ্কারও। এমন নায়কোচিত পারফরম্যান্সের পরও এবার অবশ্য একটি খারাপ সংবাদই শুনতে হলো শান্তকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙায় নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার।চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শান্তর ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় সিলেট। ৪৪ বলে ৬০ রান করে দলকে জয় এনে দিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরষ্কার। তবে ৬০ রানে আউট হয়ে যাওয়ার পর মাঠের বাইরে এসে নিজের ওপর ক্ষোভ থেকেই হেলমেট আর ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন শান্ত।

ওই ঘটনার পরই শান্তকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানায়, সে (নাজমুল) বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন। ২.২ অনুচ্ছেদের সেই ধারা অনুযায়ী ক্রিকেট সরঞ্জামাদি ভাঙার চেষ্টা বা এ ধরনের কোনো কাজ শাস্তিযোগ্য অপরাধ। নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন শান্ত।বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন সিলেটের ওপেনার শান্ত। তাই কোনো ধরনের শুনানির প্রয়োজন হয়নি। এছাড়া ইতোমধ্যেই শান্তর ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ