শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

জার্মান দলে পরিবর্তনের আভাস দিলেন ফ্লিক

প্রতিনিধির / ৭০ বার
আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
জার্মান দলে পরিবর্তনের আভাস দিলেন ফ্লিক
জার্মান দলে পরিবর্তনের আভাস দিলেন ফ্লিক

মার্চে পেরু ও বেলজিয়ামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে জার্মান দলে বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছেন জার্মানির ফুটবল কোচ হান্সি ফ্লিক। ঘরের মাঠে ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলকে ঢেলে সাজানোর লক্ষ্য হিসেবেই নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া হবে বলে ফ্লিক জানিয়েছেন।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে টানা দ্বিতীয়বারের মত বিদায় নিয়েছিল জার্মান। কিন্তু ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এ বছরেই জাতীয় দলের সাফল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর জার্মানরা। এ প্রসঙ্গে ফ্লিক বলেছেন, ‘নতুন খেলোয়াড়দের দলে নেবার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। তরুণ এই খেলোয়াড়দের পরখ করে দেখারও প্রয়োজন রয়েছে। বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড়দের পরীক্ষা নেবার কাজটি এখন থেকেই শুরু করতে চাই। ইউরোর আগ পর্যন্ত তারা যাতে জাতীয় দলের সাথে মানিয়ে নিতে পারে সেটাও নিশ্চিত করার চেষ্টা আমরা করবো।’

আগামী ২৫ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে আতিথ্য দিবে জার্মানি। তিনদিন পর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে। ইতোমধ্যেই বেশ কিছু নতুন খেলোয়াড় জার্মান দলে ডাক পেয়েছেন যাদের মধ্য থেকেই ইউরো ২০২৪’র স্কোয়াড তৈরি করা হবে বলে অনেকটাই নিশ্চিত। তাদের মধ্যে অন্যতম হলেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজ, করিম আদেইয়েমি ও ইউসুফা মুকোকো। সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্যে আসন্ন মাসগুলোতে জাতীয় দলে তরুণদেরই প্রাধান্য থাকবে বলে ফ্লিক নিশ্চিত করেছেন।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ইউরো ২০২১ এর শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল। ফ্লিক বলেন, ‘সঠিক সময়ে সঠিক পারফরমেন্স করা জরুরি। জাতীয় দল মন থেকেই লড়াই করছে এই মানসিকতা থাকাটাও গুরুত্বপূর্ণ। সমর্থকদের কিছু দেবার চেষ্টা থাকতে হবে। ইউরো ২০২৪’এ তাদের সমর্থন ছাড়া সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ