জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ বুধবার টুর্নামেন্টের প্রথম দিনে তারা ঢাকা লেপার্ডকে ডাকওয়ার্থ লুইস মেথডে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সৌজন্যে সৈকত আলীর ৬৩ এবং তৌহিদ হৃদয়ের অপরাজিত ঝোড়ো ফিফটি।
মিরপুর শেরেবাংলায় টস জিতে ঢাকা লেপার্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শেখ জামাল। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। তার পরও পুরো ওভার খেলতে পারেনি ঢাকা লেপার্ড। তারা ৩৯.৩ ওভারে অল আউট হয়েছে ১৬৯ রানে। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার পিনাক ঘোষ। এ ছাড়া মইন খান ৪০, চতুরাঙ্গা ডি সিলভা ২৫ রান করেন। শেখ জামালের হয়ে তিনটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় আর পারভেজ রাসুল। এ ছাড়া শফিউল ইসলাম নিয়েছেন ২ উইকেট।
রান তাড়ায় নেমে ৪৯ রানের ওপেনিং জুটি পায় শেখ জামাল। তবে ডাকওয়ার্থ লুইস মেথডের সৌজন্যে ৪২ ওভারে তাদের টার্গেট দাঁড়ায় ১৭২ রান। সৈকত-তৌহিদের দারুণ ব্যাটিংয়ে এই লক্ষ্যে পৌঁছতে ৩১.৩ ওভারের বেশি লাগেনি শেখ জামালের। ওপেনার সৈকত আলী খেলেন ৫৬ বলে ৯ চার ২ ছক্কায় ৬৩ রানের ইনিংস। অপর ওপেনার সাইফ হাসান অবশ্য ৮ রান করেন। ৯২ রানে ২ উইকেট পতনের পর ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফজলে মাহমুদ (৭৯ বলে ৪১*) আর তৌহিদ হৃদয়। বিপিএল তারকা তৌহিদ হৃদয় খেলেন ৩০ বলে ৭ চার ২ ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস।