জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। আগামী ২৬ জুন বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হবে।
বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন। আগামী রবিবার থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। সোমবার সম্পূরক বাজেট পাস হবে।সূত্র মতে, বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে।সংসদে উত্থাপনের আগে বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।