শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

ভারতীয় বোলারদের হতাশ করেছেন হেড আর স্মিথ

প্রতিনিধির / ১৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
ভারতীয় বোলারদের হতাশ করেছেন হেড আর স্মিথ
ভারতীয় বোলারদের হতাশ করেছেন হেড আর স্মিথ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের শুরুটা যেভাবে হয়েছিলো তাতে মনে হচ্ছিলো দিনটা ভারতেরই হতে যাচ্ছে। দলীয় ২ রানেই শূন্যহাতে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ৭৬ রানেই অজিরা হারিয়েছিলো ৩ উইকেট। তবে এরপরই দিনের শেষভাগে এসে ভারতের বোলারদের ওপর এক প্রকার তান্ডব চালিয়েছিলেন ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথ। দুজন মিলে নিরবিচ্ছিন্ন জুটিতে তুলেছেন ২৫১ রান। হেডের প্রায় দেড়শ ছোঁয়া ইনিংসের সঙ্গে স্মিথের শতরানের হাতছানি দেওয়া ইনিংসে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩২৭ রান।

বুধবার (৭ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথপমদিন ইংল্যান্ডের ওভালে টস জিতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে ভারতের পেসারদের সামনে শুরুতে বেশ ধুকতে হয়েছে অজি ব্যাটারদের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের লাগাম নিজেদের দিকে টেনে নিয়েছেন দুই অজি ব্যাটার হেড আর স্মিথ মিলে।দিনের শুরুতেই দলের মাত্র ২ রানের মাথাতেই শূন্য রানেই ফেরেন অজি ওপেনার খাজা। ভারতের পেসার সিরাজের আউটসুইঙ্গে খাজা ধরা পড়েছেন ভারতের উইকেটরক্ষক শ্রীকর ভরতের হাতে।

দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড অয়ার্নার আর মার্নাস লাবুশানে মিলে চেষ্টা করেছিলেন জুটি গড়ার। তবে লাঞ্চের আগে প্রথম সেশনের শেষভাগে দুজনই একসঙ্গে ফিরলে আবারই বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৬৯ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৪৩ রানেই ফেরেন ওয়ার্নার। মাত্র ৫ রানের ব্যবধানে দলীয় ৭৬ রানেই মোহাম্মদ শামির বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন লাবুশানে।এরপর দিনের বাকি দুই সেশন ভারতীয় বোলারদের হতাশই করেছেন হেড আর স্মিথ। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে লাঞ্চের পর দেখেশুনে খেলতে থাকেন। দিনের শেষ সেশনে এসে খোলস ছেড়ে ভারতীয় বোলারেদ্র উপর চড়াও হয়েছেন দুই অজি ব্যাটারই।

স্মিথ কিছুটা ধীরস্থির খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন হেড। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে মাত্র ৬০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া হেড সেঞ্চুরি করেছেন ১০৬ বলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করা প্রথম খেলোয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসও গড়েছেন হেড। দিনশেষে হেড অপরাজিত আছেন ১৫৬ বলে ১৪৬ রানে।এদিকে, স্মিথ শুরুটা করেছিলেন বেশ ধীরস্থিরভাবে। ১৪৪ বলে ফিফটি ছোঁয়ার পর ইনিংসের গতি বাড়িয়েছেন স্মিথ। দিনশেষে স্মিথ অপরাজিত আছেন ২২৭ বলে ৯৫ রান। দুই অজি ব্যাটার মিলে ৩৭০ বলে ২৫১ রানে জুটি গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি পুরোটাই নিজেদের করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ