শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

ইউক্রেনের বিপক্ষে জিততে পারেনি জার্মানরা

প্রতিনিধির / ১৬৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
ইউক্রেনের বিপক্ষে জিততে পারেনি জার্মানরা
ইউক্রেনের বিপক্ষে জিততে পারেনি জার্মানরাইউক্রেনের বিপক্ষে জিততে পারেনি জার্মানরা

ক্লাব মৌসুম শেষে আন্তর্জাতিক ম্যাচে ব্যস্ত হয়ে পড়েছেন ফুটবলাররা। সোমবার রাতে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় জায়ান্ট জার্মানি ও ইউক্রেন। তবে ইউক্রেনের বিপক্ষে জিততে পারেনি জার্মানরা। শেষ দিকে দুই গোল করে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি।

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি যেন নিজেদের হারিয়ে খুঁজছে। ম্যাচটি ছিল জার্মানির হাজারতম ম্যাচ। ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে মারিয়াস উলফের শটে বল ফুলক্রুগের পায়ে লেগে জালে জড়ায়।সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১৮তম মিনিটে ভিক্টর শিয়ানকভের গোলে সমতায় ফিরে ইউক্রেন। ২৩তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জার্মানি। বক্সের ভেতর ইউক্রেন মিডফিল্ডার মাদ্রিচের দুর্বল শট নিলেও, সেটি অ্যান্টোনিও রুডিগারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

বিরতির পর ৫৬তম মিনিটে গোল করে ইউক্রেনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন শিয়ানকভ। এরপর ৮৩তম মিনিটে কাই হাভার্টজ ও যোগ করা সময়ে জসুয়া কিমিচ গোল করলে ৩-৩ এ ড্র করে মাঠ ছাড়ে জার্মানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ