রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

ঢাকায় ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু

প্রতিনিধির / ১৭৭ বার
আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
ঢাকায় ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু
ঢাকায় ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধানী অগ্রগামী দল আজ রবিবার তাদের মিশন শুরু করেছে। নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ওই দলটি সফর করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি ভাগ হয়ে বাংলাদেশে এসছেন। গতকাল শনিবার কয়েকজন সদস্য ঢাকায় পৌঁছেছেন।প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিনের আজ রবিবার ভোরে ঢাকায় পৌঁছান।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইইউর অনুসন্ধানী অগ্রগামী দল আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এ মিশনের কাজ হবে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা। অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের বৈঠক করতে আগ্রহী বলে ঢাকায় ইইউ ডেলিগেশন বাংলাদেশ সরকারকে জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করণীয় নেই। অনুসন্ধানী মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে পূর্ণাঙ্গ নিবার্চন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ