বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

ফিফার নিষেধাজ্ঞার কবলে রোনালদোর আল নাসর

প্রতিনিধির / ২৬৯ বার
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
ফিফার নিষেধাজ্ঞার কবলে রোনালদোর আল নাসর
ফিফার নিষেধাজ্ঞার কবলে রোনালদোর আল নাসর

বড় ধাক্কা খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনলাদোর ক্লাব আল নাসর। আগামী দলবদলে ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে সৌদি আরবের এই ক্লাবটি। আর তাই আসন্ন মৌসুমের জন্য দল গোছানোর কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে।

সাবেক ফুটবলারের পাওনা পরিশোধ না করায় নতুন ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর। ২০১৮ সালে সৌদি ক্লাবটি ইপিএলের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ায়। ২০২০ সালে মুসাকে ছেড়েও দেয় আল নাসর। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এড অন্সের টাকা পরিশোধ করেনি সৌদি ক্লাবটি।৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর। যদিও ২০২১ সালে সৌদি ক্লাবটিকে সর্তক করেছিল ফিফা। কিন্তু ফিফার সেই সতর্ককে সেসময় পাত্তা দেয়নি ক্লাব কর্তৃপক্ষ।

ফিফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর আল নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করতে রাজি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ