চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে বার্সেলোনা ভাল দল বলে মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী মৌসুমে শুধুমাত্র লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগেরও শিরোপ জিতবে বার্সা, এমনটাই আশা করেন ক্লাব সভাপতি।
এ সপ্তাহের শুরুতে বার্সেলোনা তাদের প্রাক-মৌসুম অনুশীলনে ফিরেছে। ইতোমধ্যে ট্রান্সফার উইন্ডোতে সাড়া দিয়ে ইলকায় গুনডোগান ও ইনিগো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে।স্থানীয় স্প্যানিশ গণমাধ্যমে লাপোর্তা বলেছেন, ‘মাদ্রিদের থেকে আমরা ভাল দল এবং ব্যক্তিগত ভাবেও আমরা তাদের তুলনায় ভাল। চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের কিছু পার্থক্য রয়েছে। যেভাবে আমাদের দল গড়ে উঠেছে তাতে একজন ক্লাব সদস্য ও সমর্থক হিসেবে আমি দারুণ সন্তুষ্ট।’
গত মৌসুমে লা লিগায় বার্সেলোনার পেছনে থেকে রানার্স-আপ হয়েছে মাদ্রিদ। এবারের গ্রীষ্মে তারা দলে ভিড়িয়েছে জুড বেলিংহ্যাম, জোসেলু, ফ্র্যান গার্সিয়া ও বার্সার দীর্ঘদিনের টার্গেট আরদা গুলারকে। লাপোর্তা আরো বলেন, ‘আমরা ইতোমধ্যেই একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে গড়ে উঠেছি। আমরা স্প্যানিশ লিগ জয় করেছি এবং এই প্রতিযোগিতায় আধিপত্য ধরে রাখার ধারাবাহিকতার অনুশীলন শুরু করেছি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফেবারিটদের তালিকায়ও নিজেদের নাম লেখাতে চাই.
লাপোর্তা আরও বলেন, ট্রান্সফার উইন্ডোতে আমি নতুন চুক্তির উপর গুরুত্ব দিচ্ছি। গুনডোগান ও মার্টিনেজকে দলে নিয়েছি। আশা করছি অন্যদের সাথে মানিয়ে নিয়ে তারা আমাদের শক্তিশালী দল গঠনে সহযোগিতা করবে। আমাদের দলে রাইটব্যাকের অভাব রয়েছে, আমরা এই পজিশনে খেলোয়াড় খুঁজছি। এটা নিয়ে কাজ চলছে। এছাড়া মাঝমাঠও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছি।’