শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

ক্রিমিয়ায় ৮ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

প্রতিনিধির / ৩৭৬ বার
আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
ক্রিমিয়ায় ৮ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় ৮ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং ব্ল্যাক সাগরে নৌবহর ক্রিমিয়ান বন্দরের সেভাস্তোপোলের ওপর নয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি ধ্বংস করেছে বলে দাবি করছে মস্কো।

সেভাস্তোপলের রুশ-স্থাপিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, ‘রোববার ভোরে সেভাস্তোপল বন্দর এবং শহরের বালাক্লাভা ও খেরসোনেস জেলায় ড্রোন হামলা হয়।’টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, ‘শহরে বা জলভাগের এলাকায় কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।’তিনি আরও বলেন, সমুদ্রের ওপর দিয়ে একটি ড্রোন ভূপাতিত করা হয়, পাঁচটি রুশ ইলেকট্রনিক যুদ্ধবাহিনী প্রতিহত করেছে এবং আরও দুটি ড্রোন তীরে ধ্বংস করা হয়।

ক্রিমিয়ান উপদ্বীপে হামলার বিষয়ে কিয়েভের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। এই উপদ্বীপটি রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে আত্মসাৎ করেন।ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না । তবে সাম্প্রতিক মাসগুলোতে বলে আসছে রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস, কিয়েভকে পাল্টা আক্রমণকে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ