শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া দাবি ইউক্রেনের

প্রতিনিধির / ৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া দাবি ইউক্রেনের
৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া দাবি ইউক্রেনের

ইউক্রেনের অন্যান্য অংশের মতো, রাশিয়ান বাহিনী নির্বাচনীভাবে পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য জনসেবা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

রাশিয়া সোমবার (৫ ডিসেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়াসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে, রুশ বাহিনী অন্তত ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের মধ্যে ৬০টি আকাশপথেই ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়ায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র অবতরণ করলে তাতে অন্তত ২ জন নিহত হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রসঙ্গত, জাপোরিঝিয়া অঞ্চলের একটি বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও মূল শহরটি ইউক্রেনের হাতে। গত মাসে এক গণভোটে ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে জাপোরিজিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করে।

তবে রাশিয়ার দাবিকে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ ও ইউরোপ-আমেরিকা। তবে এ নিয়ে মস্কো বিশেষ চিন্তিত নয়। তারা পুরো অঞ্চল দখল করতে গত কয়েক সপ্তাহ ধরে জাপোরিঝিয়া শহরে ক্রমাগত হামলা চালিয়ে আসছে।ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া শহর থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরে অবস্থিত। ক্রমাগত রাশিয়ার হামলার কারণে কেন্দ্রটি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে।

যদিও পরমাণু চুল্লিগুলো চালু রেখেছেন কেন্দ্রের ইউক্রেনীয় কর্মীরা। যেকোনো মুহূর্তে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করছেন তারা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী জাপোরিঝিয়া শহরে হামলা বন্ধ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ