সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক বিস্ফোরণে নিহত ৬ সেনা

প্রতিনিধির / ৯১ বার
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক বিস্ফোরণে নিহত ৬ সেনা
পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক বিস্ফোরণে নিহত ৬ সেনা

পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ছয় সেনা। রোববার (২৫ ডিসেম্বর) এ হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম ডন।দেশটির ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর পক্ষ থেকে জানানো হয়, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার ক্লিয়ারেন্স অপারেশন চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

 

এদিকে দেশটির কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় আততায়ীরা পুলিশের ব্যারাক লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় তিন পুলিশকর্মীসহ আটজন জখম হয়েছেন। এ হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও চারজন জখম হয়েছেন।

 

এর আগে গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হন আরও কয়েকজন। মাত্র দুদিনের মধ্যেই পাকিস্তানে আবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়লো দেশটির প্রশাসনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ