মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

প্রতিনিধির / ১১৩ বার
আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান
তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। রোববার ()১৫ জানুয়ারি এ বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে। ইরানের এমপিদের বরাত দিয়ে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান ছাড়াও ইরান রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অত্যাধুনিক অস্ত্রও কিনছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার হায়দারি জানান, ইরানের নববর্ষ শুরু হবে ২১ মার্চ। এই সময়ের মধ্যে রাশিয়া থেকে তেহরানে পৌঁছাবে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান। তার আগেই ইরানে অত্যাধুনিক হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম আসবে।স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান তার বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে রাশিয়া থেকে ২৪টি অত্যাধুনিক টুইন ইঞ্জিনের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনছে।এই যুদ্ধবিমানগুলোকে রাখা হবে ‘আতাব-৮’ এ (ট্যাকটিকাল এয়ার বেস), যা মধ্য ইরানের ইসফাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিক ঘাঁটি। ইরান ১৯৯০ সালে রাশিয়ার কাছ থেকে মিগ-২৯ যুদ্ধবিমান কিনেছিল। এরপর আর কোনো আধুনিক যুদ্ধবিমান কিনতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories