শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোনে চীনা অস্ত্রবোঝাই

প্রতিনিধির / ৫৭ বার
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোনে চীনা অস্ত্রবোঝাই
পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোনে চীনা অস্ত্রবোঝাই

পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোনে চীনা অস্ত্র মিলেছে বলে দাবি করেছে ভারত। বুধবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, পাঞ্জাবের গুরুদাসপুর সীমান্তে উদ্ধার হওয়া ওই ড্রোনে মিলেছে চারটি চীনা বন্দুক।

এক বিবৃতিতে বিএসএফ জানায়, ১৭ এবং ১৮ জানুয়ারির মধ্যবর্তী রাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের উঁচা তাকালা গ্রামে টহল দিচ্ছিল। সেই সময় তারা একটি ড্রোন ওড়ার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি করা হয়। একটু পরই ভারি কিছু পড়ার আওয়াজ পান তারা। দ্রুত সেখানে পৌঁছে দেখা যায় ড্রোন থেকে একটি কাঠের বাক্স পড়েছে। সেই বাক্সটি খুলতেই তাতে বন্দুক মেলে।

বিএসএফ জানিয়েছে, বাক্স থেকে চীনে তৈরি চারটি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এরপরই গোটা এলাকায় চিরুনিতল্লাশি শুরু করে বিএসএফ।ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পাঞ্জাবে ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্য পাঠানোর এমন ঘটনা প্রায়শই ঘটে। বিএসএস সেসব ড্রোন ও উদ্ধার করা জিনিস বাজেয়াপ্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ