পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন। স্থানীয় সময় গতকাল রবিবার লাহোর-ইসলামাবাদ সড়কে বাসটি উল্টে যায়। বাসটি বিপরীত দিক থেকে আসা ট্রাক এবং আরো দুটি গাড়িতে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামাবাদ থেকে লাহোরে ফেরার সময় টায়ার ফেটে যাওয়ার কারণে তাদের বাসটি রাস্তা থেকে উল্টে যেয়ে বাকি গাড়িগুলোকে ধাক্কা দেয়।একজন পুলিশ কর্মকর্তা পাকিস্থানী সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে আহতদের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উদ্ধারকারী কর্মী ও পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান এবং অন্য দু’জন রোববার হাসপাতালে মারা যান। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন।গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানজুড়ে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।